স্পন্সরড এলার্ম


আজ আপনাদের সামনে সনি নিয়ে আসলাম ………………
এশিয়ার মোবাইল ফোনের বাজারে নিজেদের অবস্থানকে আরও একটু সুদৃঢ় করতে নতুন দুটি স্মার্টফোন বাজারে আনার ঘোষণা করলো সনি । এর মাঝে সনি এক্সপেরিয়া টি-টু আলট্রা একটি ৬ ইঞ্চি এইচডি পর্দার ফ্যাবলেট এবং এক্সপেরিয়া ই-ওয়ান সুলভ মূল্যের মিউজিক ফোন । সনি এর আগে এক্সপেরিয়া জেড আলট্রা বাজারে আনলেও তার মূল্য সবার নাগালের মধ্যে ছিল এমন নয় । নতুন সনি এক্সপেরিয়া টি-টু আলট্রা সেই ব্যবধান কিছুটা হলেও কমাতে পারবে। চারশো ইউরো সম্ভাব্য মূল্যমানের এই ফ্যাবলেটে থাকছে কোয়ালকম ১.৪ গিগাহার্জ কোয়াড কোর প্রসেসর এবং এক গিগাবাইট র্যাম । ৮ গিগাবাইট ইন্টারনাল মেমরির সাথে ব্যবহার করা যাবে ৩২ গিগাবাইট মেমরি কার্ড । এর ৩০০০ mAh ব্যাটারি নিশ্চিত করেছে লম্বা সময় ধরে কথা বলতে কিম্বা ব্রাউজ করতে আপনাকে আর দ্বিতীয় বার ভাবতে হবে না ।
Sony
অন্য দিকে একশত পঁচাত্তর ইউরো সম্ভাব্য মূল্যমানের সনি এক্সপেরিয়া ই-ওয়ান হতে পারে সঙ্গীতপ্রেমীদের জন্য আদর্শ বাজেট ফোন । সনির দাবি সত্য হলে এর আধুনিক লাউড স্পিকার ১০০ ডেসিবেল পর্যন্ত শব্দ তৈরি করতে সক্ষম । আলাদা ওয়াকম্যান বোতাম থাকায় গান শোনা আপনার জন্য হবে আরও সহজ। সনির অন্য বাজেট ফোনের মত এতে থাকছে ৪ গিগাবাইট ইন্টারনাল মেমরি এবং ৫১২ মেগাবাইট র্যাম । এর ১৭০০ mAh ব্যাটারি খুব বেশি মনে না হলেও ৪ ইঞ্চি পর্দা থাকার কারণে এতে পাওয়া যাবে ৯ ঘণ্টা টকটাইম। আর গান শুনতে মন চাইলে একটানা ৮১ ঘণ্টারও বেশি সময় ধরে গান শুনতে পারবেন যা কিনা প্রায় চার দিনের সমান। এই দুইটি স্মার্টফোনেরই আছে ডুয়েল সিম সংস্করণ। তবে অ্যান্ড্রয়েড ৪.৩ ( জেলি বীন) অপারেটিং সিস্টেম নিয়ে এই ফোন দুটি বাজারে কবে আসবে সনি তা এখনও নিশ্চিত করেনি ।
ফেসবুক এ আমি । (1962)
অনেক সুন্দর এলার্ম করেছেন। আশা করি নিয়মিত এমন সুন্দর সুন্দর এলার্ম উপহার দিবেন।
ধন্যবাদ তাহমিদ ভাই ।