স্পন্সরড এলার্ম



সৌরজগতের এক দুর্লভ ঘটনাই বলা যায়। আজ সূর্যের সঙ্গে একই সরলরেখায় আসছে পৃথিবী ও মঙ্গলগ্রহ। মঙ্গল চলে যাচ্ছে সূর্যের ঠিক বিপরীত পাশে। দুই বছর পর পর ঘটে এই বিশ্বজাগতিক ঘটনা।
সৌরজগতের চতুর্থ গ্রহ মঙ্গল সূর্যের চারপাশে একবার পরিক্রমণ করে ৬৮৭ দিনে। অন্যদিকে মঙ্গলের তুলনায় সূর্যের ঘনিষ্ঠ হিসেবে পৃথিবীর পরিক্রমণে সময় লাগে ৩৬৫ দিন। এ ক্ষেত্রে প্রতি ৭৭৮ দিন পর অর্থাৎ ২ বছর ১ মাস ১৮ দিন পর একবার করে দুই গ্রহ সরলরেখায় পড়ে যায়।
আজ মঙ্গলবার সেই দিন। সূর্যের সঙ্গে সরলরেখায় চলে আসছে পৃথিবী ও মঙ্গল। আগামী ১৪ এপ্রিল পৃথিবী ও মঙ্গলগ্রহ আসবে সবচেয়ে কাছাকাছি অর্থাৎ দূরত্ব থাকবে ৯২ কোটি কিলোমিটার।
সূত্র: দৈনিক সমকাল
(1425)